Interested In Our Service?
Call us for any query. We are ready to serve you!
হঠাৎ পড়ে গিয়ে হাত দিয়ে ঠেকাতে গিয়েই কি কব্জিতে প্রচণ্ড ব্যথা পেয়েছেন? হাত ফুলে গেছে, কব্জি বাঁকা হয়ে গেছে বা নাড়াতে কষ্ট হচ্ছে? এমন হলে আপনি হয়তো ভুগছেন Colles’ Fracture-এ — এটি হাতের কব্জির হাড় (radius) ভেঙে যাওয়ার একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা।
এটি হতে পারে:
পড়ে গিয়ে হাত দিয়ে ঠেকানোর কারণে
খেলাধুলায় আঘাত
বয়স্কদের হাড় ক্ষয়ের ফলে সহজেই ভেঙে যাওয়া
রওশন ফিজিওথেরাপি সেন্টারে আমরা ফ্র্যাকচার-পরবর্তী কেয়ার, কব্জির মোবিলিটি, স্ট্রেংথ রিকভার এবং ব্যথা কমানোর আধুনিক চিকিৎসা দিয়ে থাকি — যাতে আপনি দ্রুত কাজে ফিরতে পারেন।
আপনার কব্জির স্বাভাবিক গতি ও শক্তি ফিরিয়ে আনতে আজই যোগাযোগ করুন!