ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি

পেশীজনিত ব্যথা, জয়েন্টের স্টিফনেস ও রক্ত চলাচল বৃদ্ধিতে আধুনিক ফিজিওথেরাপিতে ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি (IRR) দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। নিরাপদ তাপ-চিকিৎসা হিসেবে এটি পেশীর অভ্যন্তরে তাপ পৌঁছে দিয়ে ব্যথা কমায় এবং আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

IRR থেরাপির কার্যপ্রণালী

ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি-তে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়। এই রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে পেশী ও টিস্যুতে হালকা তাপ তৈরি করে, যা:



পেশীর টান ও স্টিফনেস কমায়


রক্ত সঞ্চালন বৃদ্ধি করে


ব্যথা উপশম করে এবং কোষের কার্যকারিতা বাড়ায়


আঘাতজনিত পেশীর কষ্ট দূর করতে সহায়ক



এটি সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন একটি থেরাপি।

কোন সমস্যায় ব্যবহার করা হয়



দীর্ঘদিনের মাংসপেশীর ব্যথা


জয়েন্টের স্টিফনেস


মেরুদণ্ড, ঘাড়, কোমর ও কাঁধের ব্যথা


আঘাতের পর মাংসপেশীর টান বা শক্ত হয়ে যাওয়া


ফিজিওথেরাপির আগে পেশী শিথিল করতে



যেসব ক্ষেত্রে এই থেরাপি দেয়া যায় না



তীব্র (অ্যাকিউট) ইনফ্লা

মেশন বা প্রদাহ হলে


ইনফেকটেড বা খোলা ক্ষতস্থানে


তাপের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে


গর্ভাবস্থায় তলপেট বা কোমরে



সঠিক রোগ নির্ণয় ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এই থেরাপি দেয়া উচিত।

Interested In Our Service?

Call us for any query. We are ready to serve you!

Related Equipments

শকওয়েভ থেরাপি

শকওয়েভ থেরাপি, ব্যথা ও টিস্যু ইনজুরির কার্যকর চিকিৎসা অ...

Read More

লেজার থেরাপি

  ব্যথা ও প্রদাহ কমানোর আধুনিক পদ্ধতি লেজার থেরাপি ...

Read More

আলট্রাসাউন্ড থেরাপি (UST)

দীর্ঘদিনের জয়েন্ট, লিগামেন্ট কিংবা মাংসপেশীর ব্যথা কমা...

Read More

অটো ট্র্যাকশন থেরাপি

দীর্ঘদিনের কোমর ব্যথা, সায়াটিকা বা ডিস্ক স্লিপের সমস্যা...

Read More

ফিজিও গান থেরাপি

ফিজিও গান থেরাপি (যা ম্যাসাজ গান নামেও পরিচিত) হলো আধুনিক ...

Read More

ওয়াক্স বাথ

ওয়াক্স বাথ থেরাপি হলো একধরনের তাপ থেরাপি, যেখানে তরল প্য...

Read More

হ্যান্ড আই আর আর

Hand IRR (Infrared Radiation Therapy) একটি তাপ নির্ভর ইলেকট্রোথেরাপি পদ্ধতি, যা ...

Read More

আই এফ টি

IFT বা Interferential Therapy হলো একটি ইলেকট্রোথেরাপি পদ্ধতি যা ব্যথা কম...

Read More

মাসেল স্টিমুলেটর

মাসেল স্টিমুলেটর থেরাপি, যাকে Neuromuscular Electrical Stimulation (NMES) বা শুধু Electr...

Read More

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

Chat on WhatsApp