Interested In Our Service?
Call us for any query. We are ready to serve you!
Hand IRR (Infrared Radiation Therapy) একটি তাপ নির্ভর ইলেকট্রোথেরাপি পদ্ধতি, যা ইনফ্রারেড রশ্মির মাধ্যমে শরীরের নির্দিষ্ট স্থানে তাপ সরবরাহ করে। এই তাপ রক্ত চলাচল বাড়ায় এবং ব্যথা ও স্টিফনেস কমায়। বিশেষ করে হাত ও কব্জির সমস্যায় এই থেরাপি কার্যকরভাবে ব্যবহৃত হয়।
এই থেরাপির উপকারিতা:
ব্যথা ও অস্বস্তি দ্রুত উপশম করে।
ডিপ টিস্যু পর্যন্ত তাপ সরবরাহ করে।
মাংসপেশী ও জয়েন্টের স্টিফনেস কমায়।
রক্ত সঞ্চালন বাড়িয়ে হিলিং প্রসেস ত্বরান্বিত করে।
ইনফ্লামেশন বা ফোলা কমাতে সাহায্য করে।
কোথায় ব্যবহৃত হয়:
হাত ও কব্জির ব্যথা
সার্ভাইক্যাল রিজিওনের স্টিফনেস
সাব-একিউট ও ক্রনিক ইনফ্লেমেশন
ফ্র্যাকচারের পর রিহ্যাবিলিটেশন
স্পোর্টস ইনজুরির পর রিকভারি
থেরাপির ধরণ:
একজন ফিজিওথেরাপিস্ট ইনফ্রারেড ল্যাম্প নির্দিষ্ট দূরত্বে রেখে ১৫-২০ মিনিট ধরে
নির্দিষ্ট জায়গায় তাপ প্রদান করেন। রোগীর সহ্যক্ষমতা ও অবস্থা অনুযায়ী সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়। এটি ব্যথা উপশমে তাৎক্ষণিক আরামদায়ক ফল দেয়।